চোখ ওঠা সমস্যাটির সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। এই সমস্যাটি সম্পর্কে আমাদের অনেকের মাঝেই নানা ধরনের ভ্রান্ত ধারনা বিদ্যমান। তাই চোখ ওঠার কারণ, এই সমস্যায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা পদ্ধতি ইত্যাদি বিষয়ে জ্ঞান থাকা একান্ত জরুরী।
চোখ ওঠা বলতে সাধারণভাবে চোখ লাল হওয়া, খচখচ করা, সামান্য ব্যথা করা। রোদে বা আলোতে তাকাতে কষ্ট হওয়া এবং পানি পড়াকে বোঝানো হয়। এই সমস্যার কারণে সকালে ঘুম থেকে উঠলে চোখের কোণে ময়লা জমতে পারে। সর্দি ও চোখে চুলকানিও হতে পারে।
চোখ ওঠার কারণ সমূহ জানেন কি?
আসুন আমরা এই সমস্যার সম্ভাব্য কিছু কারণ গুলো জেনে নেই।
চোখ ওঠা সমস্যা প্রতিকারের জন্য কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে।
চোখ ওঠা ছোঁয়াচে রোগ। তাই আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলতে হবে। এটি মারাত্মক কোনো সমস্যা নয়। সঠিক পরিচর্যা পেলে আক্রান্ত ব্যক্তি দ্রুত সুষ্ঠ হয়ে উঠতে পারেন। ©