সাধারণ জিজ্ঞাসা( General F. A. Q)


ই-মেডিকেল কি ?

Emedical.com.bd হচ্ছে রক্তের ডোনার সংগ্রহকারী মানবতার কল্যাণে সামাজিক সেবা প্রদান মূলক ওয়েব সাইট।

ই-মেডিকেল এর অন্তর্ভুক্ত বিষয় গুলো কি কি ?

Emedical.com.bd একটি সামাজিক সেবা প্রদানকারী ডিজিটাল ওয়েব সাইট। এই ডিজিটাল ওয়েব সাইটের অন্তর্ভুক্ত বিষয় গুলোর মধ্যে অন্যতম হচ্ছে রক্তদান সেবা। আপনি এই সেবার মাধ্যমে Emedical.com.bd এ নিবন্ধিত যে কোন এলাকার ডোনার খোঁজে নিতে পারবেন। এই ওয়েব সাইটটিতে রয়েছে ব্লাড গ্রুপ সংস্থা গুলো এবং নিয়োজিত কর্মী বা প্রতিনিধিদের সহায়তায় যে কোন রক্তের গ্রুপের ডোনার । Emedical.com.bd এর রয়েছে ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ। সর্বোপরি বলা যায় যে, Emedical.com.bd এর সেবা সমূহের মাধ্যমে জনসাধারণ একটি পরিপূর্ণ রক্ত সংগ্রহের সুযোগ পাবে।

ই-মেডিকেল ব্লগ কি ?

রক্ত দান ও স্বাস্থ সম্পর্কে পোষ্ট করতে পারবেন ই-মেডিকেল ব্লগে। Emedical.com.bd ব্লগে জনসাধারণের সুবিধার্থে সচেতনতামূলক বিভিন্ন ধরনের পোষ্ট দেওয়া হয়।

ই-মেডিকেল কি ধরনের সেবা প্রধান করে ?

ই-মেডিকেল নতুন একটি ওয়েব সাইট চালু করেছে সাধারন মানুষে কে সেবা প্রধান করার জন্য। যেন তাদের রক্তের প্রয়োজনে হয়রানি ও কোন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে না হয়। সাধারন মানুষ সহজেই এবং খুবই দ্রুত যেন Emedical.com.bd এর মাধ্যামে রক্ত সংগ্রহ করতে পারে। সাধারন মানুষকে সঠিক সেবা পাবার জন্য সুযোগ করে দেয় ই-মেডিকেল।

ই-মেডিকেল এর মাধ্যমে কি সারা দেশের সকল রক্তের ডোনার নিবন্ধিত হতে পারবে ?

Emedical ওয়েব সাইটের মাধ্যমে সারা বংলাদেশের রক্তের ডোনার ও রক্তের গ্রুপ সংস্থা এবং সকল ব্লাড বাংক গুলো যুক্ত হতে পারবে। সার্বিক প্রয়োজনে আমাদের সহযোগিতা নিন +৮৮০ ১৮৯৩-৩১১৪৫১.

ই-মেডিকেল এর মাধ্যমে কি ভাবে রক্তের ডোনার খোঁজে নেয়া যাবে ?

Emedical.com.bd এ গিয়ে সার্চ বাক্স এ আপনার কাংখিত জায়গা টাইপ করে রক্তের গ্রুপ নিৰ্বাচন করে সার্চ বাটন এ ক্লিক করুন , তারপর রক্তদাতাদের তালিকা চলে আসবে। যেকোনো রক্তদাতা কে রিকোয়েস্ট করুন। রিকোয়েস্ট করলে রক্তদাতার মোবাইল নম্বর দেখতে পাবেন। বি দ্রঃ কোনো রক্তদাতা অর্থ দাবী করলে এড়িয়ে চলুন

ই-মেডিকেল এ রক্তের ডোনার খোঁজে নিতে আমাকে কোন সার্ভিস ফি দিতে হবে ?

Emedical.com.bd রক্তের ডোনার খোঁজে নিতে কোন ধরনে সার্ভিস ফি দিতে হবে না। সম্পর্ন সার্ভিসটি ফ্রি তে ‍দিয়ে যাচ্ছে রাক্ত বাংলা টিম।

ই-মেডিকেল এ নিবন্ধিত হলে আমি কি কি সুবিধা পাবো।

মানুষের সেবা করতে পারার চেয়ে আর কি সুবিধা হতে পারে ! আপনি নিজে ও রক্ত দিন অন্যকে ও উৎসাহিত করুন

ই-মেডিকেল এ আমার প্রদান করা ব্যক্তি গত তথ্য কি গোপন রাখা হবে ?

আপনার প্রদানকৃত যাবতীয় তথ্য আমাদের কাছে খুবই গুরর্ত্বপূর্ণ। তাই আপনার তথ্যের সার্বিক গোপনীয়তা বজায় রাখা আমাদের দায়িত্ব ও কর্তব্য। আমরা তৃতীয় কোনো পক্ষের কাছে তথ্য বিক্রি / শেয়ার করিনা। আপনার মোবাইল নম্বর টি শুধুমাত্র কেউ রিকোয়েস্ট করলে দেখতে পাবে এবং আপনার গ্রুপের এডমিনগণ দেখতে পাবে