# Emedical.com.bd ওয়েবসাইটি ব্যবহার করার পূর্বে অনুগ্রহ করে নিম্নলিখিত শর্ত ও নীতিমালা মনোযোগ সহকারে পড়ে নিন। আমাদের লক্ষ্য আপনাদেরকে সেবা প্রদান করা ।
আপনার দ্বারা Emedical.com.bd ওয়েবসাইটের যে কোনো ধরনের ব্যবহার নির্দেশ করে যে, আমাদের শর্ত ও নীতিমালার প্রতি আপনার সম্মতি রয়েছে। শর্ত ও নীতিমালার কোনো অংশ আপনার কাছে অগ্রহণযোগ্য মনে হলে অনুগ্রহ করে Emedical.com.bd ওয়েবসাইটটি ব্যবহার করা থেকে বিরত থাকুন।
যে কোনো সময় এই শর্ত ও নীতিমালার পরিবর্তন করতে পারে Emedical.com.bd. এ ধরনের কোনো পরিবর্তনের পর আপনি Emedical.com.bd ওয়েবসাইটটি ব্যবহার করলে ধরে নেওয়া হবে যে, ই-মেডিকেল এর পরিবর্তন গুলির প্রতি আপনার সম্মতি রয়েছে।
ইউজার সাবমিশন (User post publish and share regulations
কোন রক্তদাতা রক্তদানের বিনিময়ে অর্থ দাবি করলে তাদের এড়িয়ে চলুন এবং আমাদেরকে জানান।
আপনি ই-মেডিকেল এর ওয়েবসাইটে যেসব তথ্য প্রদান করবেন সেগুলি আমাদের প্রাইভেসি পলিসির আওতাধীন।
আমাদের Emedical.com.bd ওয়েবসাইট ব্যবহার করতে হলে আপনাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে, এ ওয়েবসাইটি মানুষের সেবার জন্য ব্যবহার হবে।
এটি ”পাবলিক এরিয়ায়” আপনি এমন কিছু লিখবেন না বা আপলোড করবেন না যা রক্ত সংগ্রহকারী এবং রক্তদানকারী ’’দু্ই পক্ষের” অধিকারের পরিপন্থী। ই-মেডিকেল এ আপনার সব লেখা বা আপলোডকৃত ফাইল সব ধরনের ব্যবহারের জন্য উন্মুক্ত থাকবে।
আপনি যদি আমাদের ই-মেডিকেল সম্পর্কে কোনো তথ্য বা ধারণা ই-মেইলের মাধ্যমে প্রেরণ করেন, ই-মেডিকেল এ তা সকল ধরনের ব্যবহারের জন্য উন্মুক্ত থাকবে।
Emedical.com.bd এর ওয়েবসাইটে আপনি কনটেন্ট (ছবি, ভিডিও ও অডিও) পোস্ট করতে পারবেন যা আপনার নিজের তৈরি। যেটি শেয়ার করার আইনগত অধিকার আপনার রয়েছে। ই-মেডিকেল এ আপনি এমন কোন কনটেন্ট ওয়েবসাইটে শেয়ার করতে পারবেন না যা অন্য কোনো ব্যক্তির কনটেন্ট কপিরাইট করা, প্রাইভেসি বা অন্য কোনো অধিকার হরণ করে।
আপনার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষা করার স্বার্থে এমন কোনো কনটেন্ট ই-মেডিকেল ওয়েবসাইটে শেয়ার করবেন না যাতে আপনার বা অন্য কোনো ব্যক্তির ব্যক্তিগত তথ্য (নাম. ফোন/মোবাইল নম্বর, ই-মেইল অ্যাড্রেস বা ওয়েবসাইট অ্যাড্রেস) রয়েছে। অন্য কোনো ব্যক্তির ছবি বা ভিডিও তার অনুমতি ব্যতীত প্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
Emedical.com.bd -এর ওয়েবসাইটে বিদ্বেষমূলক, অপমানজনক, যৌনতাপূর্ণ ও যে কোনো ধরনের অশ্লীলতাযুক্ত কনটেন্ট শেয়ার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
রাষ্ট্রের আইন ও Emedical.com.bd -এর শর্ত ও নীতিমালা, বিজ্ঞাপন নীতিমালা ও প্রাইভেসি পলিসির পরিপন্থী কোনো বিষয় সম্বলিত কনটেন্টও ওয়েবসাইটে শেয়ার করা যাবে না।
Emedical.com.bd এর ওয়েবসাইটে কোনো কনটেন্ট শেয়ার করার অর্থ হল ই-মেডিকেল সেটি ব্যবহার ”কপি, প্রিন্ট. পোস্ট, পরিবর্তন ও বন্টন ইত্যাদি” করার আইনগত অধিকার রাখে।
ব্যবহারকারীদের পোস্টকৃত কনটেন্ট Emedical.com.bd ওয়েবসাইটে প্রকাশিত হওয়ার পূর্বে তা রিভিউয়ের মাধ্যমে যে কোনো কারণে যে কোনো সময়ে অপসারণ করার অধিকার রাখে ই-মেডিকেল।
যে কোন ইউজার উপদেশ মূলক ব্লাড ও স্বাস্থ সম্পর্কে Emedical.com.bd কে মেইলের (info@Emedical.com.bd) মাধ্যমে যে কোনো কনটেন্ট অথবা ভিডিও পাঠাতে পারবে।
একাউন্ট সম্পর্কিত নীতিমালা
Emedical.com.bd -এ আপনার অ্যাকাউন্টের নিরাপত্তা এবং সুরক্ষার দায়িত্ব আপনার নিজের।
নিরাপত্তার জন্য নিজের অ্যাকাউন্টের ইউজার নেম, পাসওয়ার্ড এবং অন্যান্য তথ্য অপরিচিত কোনো ব্যক্তির কাছে উন্মুক্ত করবেন না।
কোন কারণ বসত ই-মেডিকেল এ যদি আপনার অ্যাকাউন্ট ডি অ্যাক্টিভেট করতে হয় তৎক্ষণাৎ Emedical.com.bd -কে জানাতে হবে।
অ্যাপ সম্পর্কিত নীতিমালা
Emedical.com.bd ই-মেডিকেল অ্যাপ এবং ওয়েবসাইট একই ডাটাবেস শেয়ার করে, তাই অ্যাপ এর ক্ষেত্রে ও উপরোক্ত নীতিমালা গুলো প্রযোজ্য
অ্যাপ ব্যবহার করতে গ্যালারি , ফোনবুক এইধরণের কোনো পারমিশন দেয়ার প্রয়োজন নেই।