সিজারে কীসের কষ্ট, শুধু পেট কাটে এমনটাই শোনা যায় কিছু লোকের মুখে!
সিজারে কীসের কষ্ট, শুধু পেট কাটে এমনটাই শোনা যায় কিছু লোকের মুখে!
ক্যাটাগরি: নারীর স্বাস্থ্য , স্বাস্থ্য-সেবা , ফিটনেস , শারীরিক সমস্যা
লিখেছেন : Md. Emran Hossain ৩ বছর ৮ মাস ৫ ঘন্টা ২ মিনিট আগে ১৯১৪

একজন মায়ের যখন সিজার কারা হয় তখন তাকে ৭টা পর্দা কেটে তার সন্তান কে দুনিয়াতে আনতে হয়। আধা ঘন্টার ভিতর ৩টা স্ল্যালাইন শেষ হয়।

মোটা সিরিন্জের মেরুদন্ডে দেওয়া এই ইনজেকশনটা সারাজীবন কষ্ট দেয়। যখন অবসের মেয়াদটা চলে যায় তখন একটা গলা কাটা মুরগীর মতো ছটফট করতে হয়।

আপনজন ছেড়ে পোস্ট অপারেটিভ রুমে থাকতে হয়।  প্রতিটা   মিনিট যেন  এক ঘন্টার সমান, সময় যেন যায় নাহ। প্রিয় মানুষদের মুখখানা  দেখার জন্য অস্তির হওয়া। ঘন্টার পর ঘন্টা,কাটা জায়গায় কী যে কষ্ট বলার মতো না,,,, তার সাথে খিচুনি,নিথর শরীরে থরথর কাপুনি। হাতে ক্যানোলাই স্যালাইন চলছেই,,,,,,,,,,অন্য দিকে গলা শুকিয়ে  কাঠ কাঠ হয়ে যায়, একফোটা জলের  জন্য কতো আকুতি মিনতি বাট ২৪ ঘন্টার আগে কোন পানি দেয় নাহ।

মৃত্যুকে হার মানিয়ে এসে যদি শুনতে হয় পেট কেটে বাচ্চা হলে কীসের কষ্ট।

বাচ্চা যেভাবেই হোক না কেনো,যার বাচ্চা সেই জানে কতটা সে সহ্য করেছে প্রথম থেকে শেষ অব্দি,

যার হয় সেই  বোঝে তারপরও তারা বলে মেয়েদের কিসের কষ্ট, তারা সারাদিন বাসায় আরাম করে।
সকল মায়েদের প্রতি রইলো অফুরন্ত ভালোবাসা ও শ্রদ্ধা । 
আপনার জন্য নির্বাচিত
কালোজিরা খাওয়ার নিয়ম ও এর উপকারিতা লিখেছেন : Zulfikar Bin Hossain
৫ বছর ৩ মাস ৩ দিন ২ ঘন্টা ৫৩ মিনিট আগে ৯০৬৬৬
কেন পা কামড়ায়? যা করবেন লিখেছেন : Zulfikar Bin Hossain
৫ বছর ৩ মাস ১৭ দিন ১৯ ঘন্টা ১২ মিনিট আগে ৮৬৬৮৫
রক্ত ও রক্তের উপাদান লিখেছেন : AS Tushar
৫ বছর ৮ মাস ১৯ ঘন্টা ৫৬ মিনিট আগে ৫০৪১৬