দক্ষিণ চট্টলার অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা স্বপ্ন ছোঁয়া সংগঠন বাংলাদেশ' এর ৪র্থ প্রতিষ্টাবার্ষীকি উপলক্ষে গতকাল শুক্রবার জুমা’র নামাজের পর চট্টগ্রাম মহানগর ২ নং গেইট ষোলশহর এলাকায় "আপনজনদের সাথে একবেলা আহার " ইভেন্ট অনুষ্ঠিত হয় ।
স্বপ্ন ছোঁয়া সংগঠন বাংলাদেশ' এর প্রতিষ্টাতা চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান' এর তত্বাবধানে এবং সংস্থার মহানগর স্বেচ্ছাসেবক টিমের মাঠ ব্যবস্হাপনায় সফলভাবে এই ইভেন্ট সম্পন্ন করা হয় ।