একজন পুরুষের শরীরের ওজনের প্রতি কেজিতে ৭৬ মিলিগ্রাম রক্ত থাকে এবং একজন মহিলার শরীরের ওজনের প্রতি কেজিতে ৬৬
মিলিগ্রাম রক্ত থাকে।
কিন্তু একজন মানুষের শরীরে প্রতি কেজিতে প্রয়োজন ৫০ মিলিগ্রাম রক্ত... তাহলে পুরুষের শরীরে রয়েছে প্রতি কেজিতে অতিরিক্ত
(৭৬-৫০=) ২৬ মিলিগ্রাম রক্ত এবং মহিলার শরীরে রয়েছে প্রতি কেজিতে (৬৬-৫০=) ১৬ মিলিগ্রাম
অতিরিক্ত রক্ত...
রক্তদান করলে এই অতিরিক্ত রক্ত থেকে প্রতি কেজিতে ৮ মিলিগ্রাম রক্ত নেয়া হয়...
অর্থাৎ রক্তদানের পরেও পুরুষের শরীরে অতিরিক্ত রক্ত থাকছে প্রতি কেজিতে (২৬-৮= )
১৮ মিলিগ্রাম রক্ত এবং মহিলার শরীরে (১৬-৮ = ) ৮ মিলিগ্রাম রক্ত।
হ্যাঁ, অতিরিক্ত রক্ত...
মানে রক্তদানের পরেও ৫০ কেজি ওজনের একজন পুরুষ রক্তদাতা এবং মহিলা রক্তদাতার শরীরে
যথাক্রমে থাকছে অতিরিক্ত (৫০ x ১৮ = ) ৯০০ মিলিগ্রাম রক্ত এবং (৫০ x ৮ = ) ৪০০ মিলিগ্রাম রক্ত...
সুতরাং রক্তদানের পর আপনি রক্তশূন্যতায় মরে যাবেন না কনফার্ম কারন রক্তদানের পরেও প্রয়োজনীয় রক্তের থেকেও 'অনেক'
বেশি পরিমান রক্ত আপনার শরীরে থাকছে। একজন ৫০ কেজি ওজনের মানুষ দুশ্চিন্তামুক্ত ভাবে খুব সহজেই রক্তদান করতে পারেন।রক্তদানের পর ২০ মিনিট বিশ্রাম নিবেন, পরবর্তী ২৪ ঘন্টা প্রচুর পরিমানে পানি খাবেন... ব্যাস, আর কিছু লাগবে না...
৫০ কেজি ওজন হওয়া সত্ত্বেও যারা এতদিন ভয়ে রক্তদান করেননি, এবার নির্ভয়ে রক্তদান করে ফেলুন।