রূপচর্চায় এলোভেরা এর ব্যবহার
ক্যাটাগরি:
ফিটনেস
,
শারীরিক সমস্যা
,
সাম্প্রতিক
,
স্বাস্থ্য সংবাদ
,
হেলথ টিপস
লিখেছেন :
Zulfikar Bin Hossain
২ বছর ৩ মাস ২১ দিন ১৯ ঘন্টা ৩৬ মিনিট
আগে
৬১৫
খুশকি দূর করতে
খুশকি দূর করে চুল পড়া বন্ধ করতে কার্যকর অ্যালোভেরা জেল। গোসলের আধা ঘণ্টা আগে অ্যালোভেরা জেল ম্যাসাজ করুন চুলের গোড়ায়। ভেষজ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ব্যবহার করুন কন্ডিশনার।
ব্রণ দূর করতে
ব্রণযুক্ত ত্বকে অ্যালোভেরা জেল লাগিয়ে রাখুন। রাতে লাগিয়ে রেখে পরদিন ধুয়ে ফেলতে পারেন।
ভ্রু ঘন করতে
প্রাকৃতিকভাবে ভ্রু ঘন করতে পারে অ্যালোভেরা জেল। ক্যাস্টর অয়েলের সঙ্গে এটি মিশিয়ে ভ্রুতে ম্যাসাজ করুন প্রতিদিন।
ত্বক উজ্জ্বল করতে
উজ্জ্বল ত্বক পেতে অ্যালোভেরা জেল ম্যাসাজ করুন নিয়মিত। আধা ঘণ্টা পর ধুয়ে ফেলুন কুসুম গরম পানি দিয়ে।
চুলের রুক্ষতা দূর করতে
প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে চুলের রুক্ষতা দূর করে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলের সঙ্গে টক দই মিশিয়ে চুলে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন মাইল্ড শ্যাম্পু দিয়ে।