শিশুর স্বাস্থ্য
সদ্যোজাত ও শিশুর বৃদ্ধি, টিকাকরণ, অসুস্থতার সময় সঠিক চিকিৎসা, পুষ্টি, লক্ষ্যে পৌঁছনো ইত্যাদি বিষয়গুলি শিশুর স্বাস্থ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। শিশুরা সহজেই অপুষ্টি এবং সংক্রামক রোগের শিকার হয়। অপুষ্টি ও সংক্রামক রোগ ঠেকানোর উপর শিশুর স্বাস্থ্যকর বেড়ে ওঠা অনেকটাই নির্ভর করে। জন্ম থেকে স্কুলে যাওয়া অবধি, প্রতিটা ধাপে তাদের রক্ষা করা, রোগ ঠেকানো এবং যথাযথ বৃদ্ধি সুনিশ্চিত করতে বিশেষ নজর দেওয়া দরকার। তাদের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন তথ্য দেওয়া হয়েছে এই পোর্টালে।