রক্ত কোন রোগীর কখন প্রয়োজন জেনে নিই
রক্ত কোন রোগীর কখন প্রয়োজন জেনে নিই
ক্যাটাগরি: সংগঠন , রক্তদান
লিখেছেন : Md. Emran Hossain ৫ বছর ৩ মাস ১৫ দিন ১৮ ঘন্টা ৩৬ মিনিট আগে ১৫৫৮

রক্তের বন্ধন পৃথিবীতে অনেক দামি।মুমূর্ষু রোগীর জন্য যদি রক্তের প্রয়োজন হয় তখন আপনজন না হলে অনেকে রক্ত দিয়ে থাকেন।রক্ত দেয়ার জন্য প্রয়োজন সেবামূলক মানসিকতা। আজ কাল সহজে একজন আরেকজনকে রক্ত দিয়ে থাকে।বিশেষ করে তরুণরা, খুব আগ্রহ নিয়ে অপরিচিতদেরও রক্ত দিয়ে থাকেন।

তাই কোন রোগীর কখন রক্ত প্রয়োজন জেনে নিই এবং এই বিষয়গুলো সবাইকে সচেতন কারি নিজ উদ্যেগে।

স্বাভাবিক মুহূর্তে যে সকল রোগীর রক্তের প্রয়োজন

১) সিজার এর রোগীর জন্য হাতে সময় থাকে ৯ মাস।

২) টিউমার অপারেশন এর জন্য হাতে সময় থাকে ৭-১২ দিন।

৩) থ্যালসেমিয়া ও কিডনি ডায়ালাইসিসে আক্রান্ত এর রোগীরা প্রতি মাসে রক্ত লাগে ; হাতে সময় থাকে ১ মাস।

৪) হাত / পা ভেঙ্গে গেলে হাতে সময় থাকে অপারেশন এর জন্য নূন্যতম ৭ দিন।

৫) জরায়ুতে ইনফেকশন / অপারেশন এর ক্ষেত্রে ও নূন্যতম হাতে ১ সপ্তাহ সময় থাকে।

৬) ওপেন হার্ট সার্জারিতে হাতে সময় থাকে ১৫ দিন।

৭) যেকোন অপারেশন এর জন্য হাতে সময় থাকে নূন্যতম ৫ দিন।

জরুরী মুহূর্তে যে সকল রোগীর রক্তের প্রয়োজন

১) কেবলমাত্র এক্সিডেন্ট।

২) ক্যান্সারে আক্রান্ত রোগী।

৩) আগুনে পোড়া রোগী।

৪) আইসিইউতে থাকা রোগী গুলোর দ্রুত রক্তের প্রয়োজন পড়ে।

আপনার জন্য নির্বাচিত
কালোজিরা খাওয়ার নিয়ম ও এর উপকারিতা লিখেছেন : Zulfikar Bin Hossain
৫ বছর ১৮ দিন ১৭ ঘন্টা ৪১ মিনিট আগে ৯০৩১৮
কেন পা কামড়ায়? যা করবেন লিখেছেন : Zulfikar Bin Hossain
৫ বছর ১ মাস ২ দিন ৯ ঘন্টা ৫৯ মিনিট আগে ৮৬৫২০
রক্ত ও রক্তের উপাদান লিখেছেন : AS Tushar
৫ বছর ৫ মাস ১৬ দিন ১০ ঘন্টা ৪৩ মিনিট আগে ৫০১০৩