বমি কমাতে পিঁয়াজ এবং আদার রসের সংমিশ্রণ ব্যবহার করুন
ক্যাটাগরি:
শারীরিক সমস্যা
,
সাম্প্রতিক
,
স্বাস্থ্য সংবাদ
,
হেলথ টিপস
লিখেছেন :
Zulfikar Bin Hossain
২ বছর ২ মাস ১ দিন ১৮ ঘন্টা ১৪ মিনিট
আগে
৬০৯
পিঁয়াজ হল প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকের সমৃদ্ধ উৎস। আপনি আপনার বাচ্চার বমি হওয়ার ভাবকে পিঁয়াজের রসের সাহায্যে কার্যকর ভাবে নিবৃত্ত করতে পারেন।আপনি সম পরিমাণে পিঁয়াজ এবং আদার রস নিয়ে ভাল ভাবে মিশিয়ে নিতে পারেন।আপনার বাচ্চাকে দিনের মধ্যে বেশ কয়েকবার এই মিশ্রিত রসটিতে চুমুক দেওয়ান।বিকল্পরূপে,আপনার সন্তানের গা গুলানো এবং বমি কমাতে আপনি পিঁয়াজের রসের সাথে অর্গানিক বা জৈব মধু মেশাতে পারেন।