রক্তস্বল্পতার কিছু নিজস্ব লক্ষণ থাকে। যেমন : হাঁপিয়ে যাওয়া, দুর্বল লাগা, বেশিক্ষণ কাজ করতে না পারা, এটি আসলে গর্ভাবস্থার লক্ষণের সঙ্গে কিছুটা মিলে যায়। মায়েরা ধরে নেয় যে বাচ্চা পেটে, বাচ্চা আসার কারণেই এটা হচ্ছে। যারা সতর্ক, তারা যখন চিকিৎসকের কাছে আসে, যখন পরীক্ষা করতে দেওয়া হয়, তখন দেখা যায় যে তাদের রক্ত হিমোগ্লোবিনের পরিমাণ খুব কম।
যদি কেউ আগে থেকে জানেন যে তার থ্যালাসেমিয়া রয়েছে, তাহলে এটি তার গর্ভাবস্থার সময় রক্তস্বল্পতাকে আরো বাড়িয়ে দিতে পারে। এমনিতেই তার শরীরে রক্ত কম উৎপাদন হচ্ছে, যখন সে গর্ভাবস্থায় থাকে, তখন তার হিমোগ্লোবিনের পরিমাণ আরো কমে যায়। কিন্তু যদি কারো থ্যালাসেমিয়া না থেকে থাকে, তাহলে রোগীর পক্ষে আসলেই রোগ নির্ণয় করা কঠিন। তবে হ্যাঁ, যখন একজন মানুষ রক্তশূন্য হয়, সে ফ্যাকাসে হবে, তার একটু শ্বাসকষ্ট লাগতে পারে, সে অল্প কাজেই দুর্বল হয়ে যেতে পারে। এসব উপসর্গ খুব প্রকটভাবে দেখা যায়।