আজ সেই দিন, যখন নিশ্চিত বিজয়ের আনন্দে লাল সবুজের পতাকা উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল আপামর বাংলা ঠিক তখনই যুদ্ধের নোংরা কৌশল হিসেবে জাতিকে মেধাশূণ্য করতে বর্বর পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের দোসররা ঘর থেকে তুলে নিয়ে গিয়ে রায়েরবাজার বধ্যভূমিতে তারা নির্মমভাবে হত্যা করে বাঙালি জাতির কৃতী শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, সাহিত্যিক, নির্মাতা, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব তথা বুদ্ধিজীবীখ্যাত দেশেবরেণ্য কৃতী সন্তানদের নৃশংসভাবে হত্যাযজ্ঞ চালায় বাংলার শ্রেষ্ঠ কৃতী সন্তানদের ওপর।
পৃথিবীতে অসংখ্য জাতি যুদ্ধ করে জীবন ও রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে বটে; কিন্তু এত নৃশংসতা ও নোংরা কৌশলের মুখোমুখি বুঝি কোন জাতিকে হতে হয়নি।
সেদিনের মুছে যাওয়া শ্রেষ্ঠ প্রাণগুলোর মাঝে আনুমানিক
শিক্ষাবিদ ছিলেন ৯৯১ জন সাংবাদিক ছিলেন ১৩ জন
চিকিৎসক ছিলেন ৪৯ জন আইনজীবি ছিলেন ৪২ জন ও অন্যান্য ব্যক্তিত্ব ছিলেন ১৬ জন।
তাঁদের আত্মত্যাগে রঞ্জিত পথে হেঁটে আমরা পেলাম শেষলগ্নের এক বিজিত বাংলাদেশ।
আজকের এই শোকাচ্ছন্ন দিনে সকল বুদ্ধিজীবীদের আত্মত্যাগকে স্মরন করে ই-মেডিকেল এর পক্ষ থেকে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছে।