একজন ১৮ বছর সম্পূর্ণ এবং ৫০কেজি ওজনের মানুষের জন্যঃ
আপনি কি জানেন আপনার শরীরে রয়েছে
প্রয়োজনের তুলনায় ১৩০০ মিলি অতিরিক্ত রক্ত ???
আর এই অবশিষ্ট ১৩০০ মিলি রক্ত থেকে মাত্র ৪৫০
মিলি রক্ত বাঁচাতে পারে একটি মানুষের জীবন এবং
একটি পরিবারের মুখে হাসি ফোঁটতে।
১৩০০-৪৫০ = ৮৫০ মিলি রক্ত অবশিষ্ট রয়ে যায় আপনার শরীরে, সুতরাং রক্তদান করলে শরীরের রক্ত
কমে যাবে বা দুর্বল হয়ে যাবেন এসব ভ্রান্ত ধারণা গুলো পরিবর্তন করুন।
রক্তদানে আপনার কোন ক্ষতি হচ্ছে না, বরং আপনার
রক্তদানে হার্ট এ্যটাকের ঝুঁকিও কমে যাচ্ছে,
পাশাপাশি আপনি সুস্থ আছেন কি না বিনামূল্যে যাচাই
করে নিতে পারছেন ...
সুস্থ আছেন কিনা নিশ্চিত করুণ
চারমাস পরপর রক্তদান করুণ
আসুন,
স্বেচ্ছায় রক্তদান করি
অন্যদের উৎসাহিত করি ....