রোগের কারণ সমূহ:
১। পারিবারিক অশান্তি, সামাজিক নিরাপত্তাহিনতা প্রভৃতি কারণে এই রোগ হতে পারে।
২। ব্যক্তিগত মানসিক সমস্যার বিভিন্ন ধরনের দুশ্চিন্তা এবং দ্বিধা ঘন্দ থেকে এই রোগের উৎপত্তি হতে পারে।
৩। বংশগত কারণেও এই রোগ হতে পারে।
৪। শারীরিক অসুস্থত।
৫। রোগী কখনও হাসে আবার কখনও কাঁদে।
৬। চিন্তা ধারা খুব তাড়াতাড়ি চলে। এক বিষয় থেকে অন্য বিষয়ে হঠাৎ চলে যায়।
৭। আত্মহত্যার প্রবণতা থাকে না।
৮। ঘুম হয় তবে ক্ষণস্থায়ী।
৯। অস্থিরতা বেড়ে যায়।
১০। যৌন ইচ্ছা থাকে না, কিন্তু শক্তি কম হয়।