রক্তদানের পর কি করবেন
রক্তদানের পর কি করবেন
ক্যাটাগরি: রক্তদান
লিখেছেন : AS Tushar ৫ বছর ৩ মাস ১৪ দিন ২১ ঘন্টা ৩৫ মিনিট আগে ১১৭৮
রক্তদানের পর করনীয়ঃ 

১. রোগীর রিলেটিভদের মধ্য থেকে কমপক্ষে ৩ জনের নাম, রক্তের গ্রুপ, ঠিকানা, শেষ রক্তদানের তারিখ লিখে নিন এবং আপনার কোন রিলেটিভদের জন্য রক্তের প্রয়োজন হলে তাদের সাথে রক্তের গ্রুপ মিললে দিতে পারবে কিনা জিজ্ঞেস করে নিন ।
২. ওরস্যালাইন মিক্সড করে বেশি বেশি করে পানি পান করুন, রক্তদানের পরও পান করতে হবে ।
৩. রক্তদানের পূর্বে হালকা খাবার খাওয়া উত্তম, ভারী খাবার খেয়ে রক্তদেয়ার ফলে অনেকেই বমি করে ।
৪. ক্রস-মেসিং এবং স্কিনিং টেষ্ট ছাড়া রক্ত দিবেননা । রক্তদেয়ার পূর্বে প্রায় আধা সিরিন্জ রক্ত নিয়ে এই পরীক্ষাগুলো করা হয়।
৫. অবশ্যই খেয়াল রাখবেন, আপনার থেকে রক্ত নেয়ার জন্য সিরিন্জ এবং ব্লাড ব্যাগ নতুন কিনা (আগে ব্যবহৃত হয়েছে কিনা) এবং ব্লাড ব্যাগের একটি নির্দিষ্ট মেয়াদ থাকে। ব্যাগের গায়ে মেয়াদ আছে কিনা দেখে নিবেন ।
৬. রক্তদানের পর কমপক্ষে ১৫ মিনিট শুয়ে থাকা উত্তম। অনেকেই বাহাদুরি করে উঠে পরে, এরফলে অনেকেই অজ্ঞান হয়ে যায় ।
৭. যে হাত থেকে রক্তদান করেছেন, কমপক্ষে ২৪ ঘন্টা ঐ হাতে ভারী কিছু নিবেননা। যদি ভারী কিছু নিয়ে থাকেন, তাহলে ব্লিডিং হওয়ার সম্ভাবনা থাকে ।

নোটঃ একটি কথা মনে রাখবেন- স্বেচ্ছায় রক্তদান করতে গিয়ে আপনার অথবা রোগীর যেন কোন প্রকার ক্ষতি না হয়, সেই বিষয়ে খেয়াল রাখবেন।

ধন্যবাদ 
আপনার জন্য নির্বাচিত
কালোজিরা খাওয়ার নিয়ম ও এর উপকারিতা লিখেছেন : Zulfikar Bin Hossain
৫ বছর ১৮ দিন ১৭ ঘন্টা ৪১ মিনিট আগে ৯০৩১৮
কেন পা কামড়ায়? যা করবেন লিখেছেন : Zulfikar Bin Hossain
৫ বছর ১ মাস ২ দিন ৯ ঘন্টা ৫৯ মিনিট আগে ৮৬৫২০
রক্ত ও রক্তের উপাদান লিখেছেন : AS Tushar
৫ বছর ৫ মাস ১৬ দিন ১০ ঘন্টা ৪৩ মিনিট আগে ৫০১০৩