ক্লাস্টার/জটিল মাইগ্রেন এর কারণ, লক্ষন, ও করণীয় জেনে নিন...
ক্লাস্টার/জটিল মাইগ্রেন এর কারণ, লক্ষন, ও করণীয় জেনে নিন...
ক্যাটাগরি: ফিটনেস , শারীরিক সমস্যা , সাম্প্রতিক , স্বাস্থ্য সংবাদ , হেলথ টিপস
লিখেছেন : Zulfikar Bin Hossain ২ বছর ৮ মাস ২৫ দিন ৪ ঘন্টা ১৬ মিনিট আগে ১৪১৭

ক্লাস্টার/জটিল মাইগ্রেন: মস্তিস্কের কাণ্ডের রক্ত সরবারাহ কমে যায় এবং কমে যাওয়ার ফলে এই উপসর্গ দেখা দেয়। যেমন- মাথা ঘোরা, কথায় জড়তা বা কথা বেজে পরা, চোখে ডাবল দেখা যায়।

রোগের লক্ষণ

১. মাথার একপাশ বা উভয় পাশে তীব্রভাবে ব্যথা হয়।
২. কোনো ব্যথা ৩-৪ ঘণ্টা স্থায়ী হয় এবং এই সময়ের মধ্যেই বড় তুলে শেষ হয়ে যায়।
৩. আবার কোনো কোনো ব্যথা সপ্তাহ ধরে থাকে।
৪. বমি-বমি ভাব বা ব্যাথা বেশি তীব্র হলে বমি পারে।
৫. দৃষ্টি শক্তির গোলযোগ হতে পারে।

খাবার ও চিকিৎসা

১. একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করাতে হবে।
২. যে স্থানে ব্যথা বেশি অনুভূত হচ্ছে, সেখানে বরফ বা ঠাণ্ডা সেক দিন।
৩. মাথার নিচে ও কাঁধে বালিশ রেখে হেলান দিয়ে থাকুন।
৪. যেখানে ব্যথা খুব তীব্র, সেখানেও বালিশ দিয়ে জোরে চাপ দিয়ে থাকতে পারেন।

আপনার জন্য নির্বাচিত
কেন পা কামড়ায়? যা করবেন লিখেছেন : Zulfikar Bin Hossain
২ বছর ১১ মাস ২৬ দিন ৭ ঘন্টা ২৮ মিনিট আগে ৭৬৪৪৮
কালোজিরা খাওয়ার নিয়ম ও এর উপকারিতা লিখেছেন : Zulfikar Bin Hossain
২ বছর ১১ মাস ১১ দিন ১৫ ঘন্টা ১০ মিনিট আগে ৭২৪৩৫
রক্ত ও রক্তের উপাদান লিখেছেন : AS Tushar
৩ বছর ৪ মাস ৯ দিন ৮ ঘন্টা ১২ মিনিট আগে ৪০৯২৪