পারকিনসন রোগ
এটি স্নায়ুর একটি জটিল রোগ। ব্রেনের আংশিক দুর্বলতা এই রোগের কারণ। পারকিনসনিজমকে রোগ না বলে সহ লক্ষণ সমষ্টি বলা যেতে পারে।
রোগের কারণ
মস্তিষ্কের সাদা অংশের মধ্যে অবস্থিত ভৌমিক গ্রন্থির আঙ্গিক ক্ষয়ক্ষতি এই রোগের প্রধান কারণ। তাছাড়া গুরু মস্তিষ্কের টিউমার, ম্যাঙ্গানিজ বা কপার বিষ প্রভৃতি কারণেও এই রোগ হয়ে থাকে।
রোগের লক্ষণ
১. হাত-পা ও শরীরে কাঁপুনি দেখা যায়। অনেক সময় মাথা কাঁপে।
২. মাংশপেশী শক্ত হয়ে যায় এবং রোগী ধীরে ধীরে হাঁটে, কখনো বা থামে।
৩. চলার সময় হাত শরীরের সাথে থাকে, নড়ে না।
৪. হাঁটু ভাজ করে বসতে পারে না। পায়ের গোড়ালি মাটি পর্যন্ত পৌঁছায় না।
খাবার ও চিকিৎসা
১. উপরের লক্ষণগুলো কোনো মানুষের থাকলে তাড়াতাড়ি মানসিক রোগ বিশেষজ্ঞ ডাক্তারের তত্বাবধানে চিকিৎসা করাতে হবে। প্রাথমিক অবস্থায় চিকিৎসা না করালে পরে এই রোগ সারানো কঠিন হয়ে পড়ে।
২. আক্রান্ত স্থানে প্রতিদিন সরিষার তেল মালিশ করলে উপকার হয়।