ঘুর্ণিঝড় হলে করনীয়।
ঘুর্ণিঝড় হলে করনীয়।
ক্যাটাগরি: সাম্প্রতিক
লিখেছেন : Zulfikar Bin Hossain ২ বছর ১০ মাস ১৩ দিন ১৬ ঘন্টা ৫৮ মিনিট আগে ৬৪৫

ঘূর্ণিঝড়ের আগে, তাণ্ডব চলার মধ্যে এবং ঝড় থেমে যাওয়ার পর কী করবেন আর কী করা উচিত নয়, তা দেখে নিন।


১. নিরাপত্তার জন্য এমারজেন্সি কিট হাতের কাছে রাখুন।


২. দরজা-জানালা বন্ধ রাখুন।


৩. কোনও ধারালো বস্তু বা জিনিস খোলা অবস্থায় রাখবেন না।


৪. বাড়ির বাইরে কোনও আসবাব (ফার্নিচার, ডাস্ট-বিন) রাখা থাকলে তা নিরাপদ স্থানে এনে রাখুন।


৫. রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, অথবা অনলাইন নিউজে আবহাওয়ার খবরে চোখ রাখুন।


৬. বাচ্চারা এবং পোষ্য বাড়ির মধ্যে রয়েছে কি-না নজর রাখুন।


৭. ঝড়ের পূর্বাভাস পেলে বাইরে কোথাও ঘুরতে না যাওয়ায় উচিত।


৮. বিভিন্ন ইলেকট্রিক্যাল যন্ত্র সম্ভব হলে আনপ্লাগ করে দিন।


৯. বাথটাব বা শাওয়ারে স্নান এই সময় এড়িয়ে গেলেই ভালো।


১০. টিনের ছাদ, ফায়ার প্লেস থেকে দূরে থাকুন।


১১. ঝড়ে গাছের তলায় আশ্রয় নেবেন না ভুলেও।


১২. টেলিফোনের তার, বৈদ্যুতিক তার, এসব থেকে দূরে থাকুন।


১৩. এমনকি সুইমিং পুল, লেক, নৌকা, এই সব কিছুর থেকেও দূরে থাকতে হবে৷

আপনার জন্য নির্বাচিত
কালোজিরা খাওয়ার নিয়ম ও এর উপকারিতা লিখেছেন : Zulfikar Bin Hossain
৩ বছর ১ মাস ২৫ দিন ১৬ ঘন্টা ৪৮ মিনিট আগে ৮১৬৬৯
কেন পা কামড়ায়? যা করবেন লিখেছেন : Zulfikar Bin Hossain
৩ বছর ২ মাস ৯ দিন ৯ ঘন্টা ৬ মিনিট আগে ৮১৬০৪
রক্ত ও রক্তের উপাদান লিখেছেন : AS Tushar
৩ বছর ৬ মাস ২৩ দিন ৯ ঘন্টা ৫০ মিনিট আগে ৪৪৭৩৮