পৃথিবীর সবচেয়ে দুর্লভ ব্লাড গ্রুপগুলোর মধ্যে একটি হলো বোম্বে ব্লাড গ্রুপ। এই রক্তের গ্রুপ কতটা দুর্লভ তা বুঝানোর জন্য একটা ছোট পরিসংখ্যান দিচ্ছি, বাংলাদেশে কোনো "বোম্বে ব্লাড গ্রুপ" এর মানুষ আছে কিনা আমরা জানি না তবে ভারতে ১৭৯ জন পাওয়া গেছে এবং সারা বিশ্বে খুব বেশি হলে আছে ২৮,০০০ জন। ২০১৪ সালের পরিসংখ্যান অনুযায়ী জানা যায় যে ১ মিলিয়নে মাত্র ৪ জন মানুষের এই গ্রুপ।
বোম্বে শহরে (বর্তমানের মুম্বাই শহর) সর্বপ্রথম ১৯৫২ সালে এই রক্তের গ্রুপ আবিষ্কার করেন ডাঃ ভেডে। এই শহরের নাম অনুসারেই এই রক্তের নাম "বোম্বে ব্লাড গ্রুপ" তবে এর অন্য একটি নামও আছে "hh blood group"
রক্ত গ্রুপগুলোর নামকরন করা হয় এন্টিজেন এবং এন্টিবডির উপস্থিতি বা অনুপস্থিতির উপর নির্ভর করে... যেমনঃ
A(+ve) রক্ত গ্রুপে "A এন্টিজেন" থাকে, কিন্তু এন্টিবডি হিসাবে থাকে "B এন্টিবডি"...বিস্তারিত জানতে, এই ছবিটি দেখুন... আর আলোচনার সুবিধার্থে H, Rh, D এই এন্টিজেনগুলো নিয়ে আলোচনা করিনি এখানে... ছবি দেখে বুঝে নিন।
আমাদের পরিচিত ৮টি রক্ত গ্রুপে কোনো না কোনো এন্টিজেন থাকেই... কিন্তু বোম্বে ব্লাড গ্রুপে কোনো এন্টিজেন নেই, সবগুলোই এন্টিবডি, মানে "A এন্টিবডি", "B এন্টিবডি" থাকে...
তাছাড়া, এই রক্তে কোন এন্টিজেন না থাকার কারনে অন্য কোনো গ্রুপের রক্ত প্রসেসিং করে রক্ত গ্রহন করা যায় না... শুধু মাত্র একজন "বোম্বে ব্লাড গ্রুপ" এর রক্তদাতা থেকেই "বোম্বে ব্লাড গ্রুপ" এর রোগী রক্ত গ্রহন করতে পারবে...
একবার চিন্তা করুন, এই রক্ত গ্রুপের একজন মানুষের যদি হঠাৎ রক্তের প্রয়োজন হয় তাহলে সে লক্ষ মানুষের ভিড়েও নিজের রক্ত গ্রুপের মানুষ খুজে পাবে না... কতটা ভয়াবহ !!!"বোম্বে ব্লাড গ্রুপ" এর ২৮ হাজার মানুষের সুস্থতা কামনা করি... মনের গভীর থেকেই কামনা করি...
নোটঃ ও- রক্ত গ্রুপেও 'এ এন্টিজেন' বা 'বি এন্টিজেন' নেই, কিন্তু H এন্টিজেন আছে যা বোম্বে গ্রুপে থাকে না