গরু গোস্তো খেলে কি উপকার??  জেনে নিন।
গরু গোস্তো খেলে কি উপকার?? জেনে নিন।
ক্যাটাগরি: ফিটনেস , শারীরিক সমস্যা , সাম্প্রতিক , স্বাস্থ্য সংবাদ , হেলথ টিপস
লিখেছেন : Zulfikar Bin Hossain ৪ বছর ১ মাস ২৩ দিন ১১ ঘন্টা ৩৭ মিনিট আগে ১০১৯

★ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

★ পেশি, দাঁত ও হাড়ের গঠনে ভূমিকা রাখে।

★ত্বক/চুল ও নখের স্বাস্থ্য ভালো রাখে।

★শরীরের বৃদ্ধি ও বুদ্ধি বাড়াতে ভূমিকা রাখে।

ক্ষত নিরাময়ে সাহায্য করে।

★ দৃষ্টিশক্তি ভালো রাখে।

★ অতিরিক্ত আলসেমি/ ক্লান্তি বা শরীরের অসাড়তা দূর করে কর্মোদ্যম রাখে।

★ ডায়রিয়া প্রতিরোধে সাহায্য করে।

★ রক্তস্বল্পতা প্রতিরোধ করে।

★ খাবার থেকে দেহে শক্তি যোগান দেয়।

★ স্মৃতিশক্তি বাড়ায়।

★ অবসাদ/ মানসিক বিভ্রান্তি/ হতাশা দূর করে।

আপনার জন্য নির্বাচিত
কালোজিরা খাওয়ার নিয়ম ও এর উপকারিতা লিখেছেন : Zulfikar Bin Hossain
৪ বছর ৫ মাস ১৪ দিন ১৪ ঘন্টা ২৯ মিনিট আগে ৮৯৭৪৪
কেন পা কামড়ায়? যা করবেন লিখেছেন : Zulfikar Bin Hossain
৪ বছর ৫ মাস ২৬ দিন ৬ ঘন্টা ৪৮ মিনিট আগে ৮৫৯০১
রক্ত ও রক্তের উপাদান লিখেছেন : AS Tushar
৪ বছর ১০ মাস ১২ দিন ৭ ঘন্টা ৩২ মিনিট আগে ৪৮৯৬০