মানবতার কল্যানে "আমরা যুবরা চাই পরিবর্তন" সংগঠনের পথচলা
মানবতার কল্যানে "আমরা যুবরা চাই পরিবর্তন" সংগঠনের পথচলা
ক্যাটাগরি: সংগঠন
লিখেছেন : AS Tushar ৪ বছর ১ মাস ১ দিন ১৩ মিনিট আগে ১৮৬৭

সংগঠনের নামঃ আমরা যুবরা চাই পরিবর্তন

প্রতিষ্টাকালঃ ২১ ফেব্রুয়ারী ২০১৮ ইং

নিবন্ধন নংঃ যুব উন্নয়ন অধিদপ্তর/ ফেনী- ৪৬

ঠিকানাঃ ফেনী সদর, ফেনী

সংগঠনের পথচলাঃ

সংগঠনটি খোলার প্রথম উদ্দ্যোগ নেন হৃদয় রায় চৌধুরী। যার ছোটবেলা থেকেই ইচ্ছে অসহায় মানুষদের জন্য কিছু করার। পরবর্তীতে তিনি তার বন্ধুদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করে । শুরুতে অনেকে তাকে উৎসাহী দেয় আবার অনেকে তাকে নিরাশ করে। কিন্তু তার মাঝেও সে তার চেষ্টা চালিয়ে গিয়েছে । অবশেষে তার এই অদম্য ইচ্ছে শক্তি দেখে তার কিছু বন্ধু তাকে সাহায্যো করার জন্য এগিয়ে আসেন, তারপর থেকে শুরু করে তারা  নানা সামাজিক ও মানবীক কার্যক্রম করেন। তারই মধ্যে প্রথম কাজটি ছিল এক অসহায় পথশিশুকে শিক্ষার গুরুত্ব বুঝিয়ে শিক্ষা মুখিকরা এবং তাকে শিক্ষা সামগ্রী ও আর্থিক সহযোগিতা করা। এরপরে পরে তাদের কার্যক্রম দেখে আরো অনেক জন যুবক ও যুবতী তাদের সাথে একত্রিত হয়ে সংগঠনটিকে এগিয়ে নিয়ে যেতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।

 

যাদের হাত ধরে সংগঠনের পথচলা শুরুঃ

  • হৃদয় রায় চৌধুরী (প্রতিষ্টাতা)
  • সৌরভ হোসেন
  • প্রান্ত কুড়ি
  • কাজী মেহেদী হাসান
  • নাঈমুল ইসলাম নাহিয়ান
  • সারমিন আক্তার
  • কাজী আফরিন

 

সংগঠনের কার্যক্রমঃ

  • স্বেচ্ছায় রক্তদান ও স্বেচ্ছায় রক্তদাতা তৈরি করা।
  • রক্তদানের উপকারিতা সম্পর্কে সকলকে জানানো এবং উৎসাহিত করা।
  • মাদক বিরোধী প্রচারণা করা, মাদক যুক্ত সমাজ গড়া
  • বাল্যবিবাহ, যৌতুক ও নারী শিক্ষা সম্পর্কে সকলকে সচেতন করা
  • বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তিতে গাইডলাইন সহ সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা
  • সমাজে অবহেলিত মানুষদের শিক্ষা গ্রহণে উৎসাহিত করা
  • অসহায় মানুষদের পাশে থেকে তাদের মৌলিক চাহিদা পূরণে সর্বোচ্চ সহযোগিতা করা।
  • অসহায় ও পথশিশুদের নিয়ে স্কুল তৈরি করা এবং তাদের সর্বোচ্চ সহযোগিতা করা।
  • প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা
  • থ্যালাসেমিয়া রোধে সচেতনতা বৃদ্ধি করা
  • বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে বিভিন্ন মানেষদের পাশে দাঁড়ানো।
  • রমজানে ইফতার সামগ্রী বিতরণ, শিতার্তদের শীতবস্ত্র বিতরণ ও দূর্গাপূজায় বস্ত্রবিতরণ করা।
  • সবুজ পৃথিবী গড়ে তুলতে সচেতনতামূলক কার্যক্রম করা
  • অসহায় রোগীদের চিকিৎসা সেবার ব্যবস্থা করে দেওয়া।
  • দেশের উন্নয়নের জন্য দেশের হয়ে যেকোনো স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম করা

 

সংগঠনের উদ্দেশ্যঃ

মানুষকে ভালো কাজে উৎসাহ দান করা এবং একটি সুন্দর সমাজ গড়ে তোলা এবং নানা সামাজিক ও মানবিক সেবামূলক কার্যক্রম করা।

আপনার জন্য নির্বাচিত
কালোজিরা খাওয়ার নিয়ম ও এর উপকারিতা লিখেছেন : Zulfikar Bin Hossain
৪ বছর ৫ মাস ১৪ দিন ১৩ ঘন্টা ৫৫ মিনিট আগে ৮৯৭৪৪
কেন পা কামড়ায়? যা করবেন লিখেছেন : Zulfikar Bin Hossain
৪ বছর ৫ মাস ২৬ দিন ৬ ঘন্টা ১৪ মিনিট আগে ৮৫৯০০
রক্ত ও রক্তের উপাদান লিখেছেন : AS Tushar
৪ বছর ১০ মাস ১২ দিন ৬ ঘন্টা ৫৭ মিনিট আগে ৪৮৯৬০