সংগঠনের নামঃ আমরা যুবরা চাই পরিবর্তন
প্রতিষ্টাকালঃ ২১ ফেব্রুয়ারী ২০১৮ ইং
নিবন্ধন নংঃ যুব উন্নয়ন অধিদপ্তর/ ফেনী- ৪৬
ঠিকানাঃ ফেনী সদর, ফেনী
সংগঠনের পথচলাঃ
সংগঠনটি খোলার প্রথম উদ্দ্যোগ নেন হৃদয় রায় চৌধুরী। যার ছোটবেলা থেকেই ইচ্ছে অসহায় মানুষদের জন্য কিছু করার। পরবর্তীতে তিনি তার বন্ধুদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করে । শুরুতে অনেকে তাকে উৎসাহী দেয় আবার অনেকে তাকে নিরাশ করে। কিন্তু তার মাঝেও সে তার চেষ্টা চালিয়ে গিয়েছে । অবশেষে তার এই অদম্য ইচ্ছে শক্তি দেখে তার কিছু বন্ধু তাকে সাহায্যো করার জন্য এগিয়ে আসেন, তারপর থেকে শুরু করে তারা নানা সামাজিক ও মানবীক কার্যক্রম করেন। তারই মধ্যে প্রথম কাজটি ছিল এক অসহায় পথশিশুকে শিক্ষার গুরুত্ব বুঝিয়ে শিক্ষা মুখিকরা এবং তাকে শিক্ষা সামগ্রী ও আর্থিক সহযোগিতা করা। এরপরে পরে তাদের কার্যক্রম দেখে আরো অনেক জন যুবক ও যুবতী তাদের সাথে একত্রিত হয়ে সংগঠনটিকে এগিয়ে নিয়ে যেতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।
যাদের হাত ধরে সংগঠনের পথচলা শুরুঃ
সংগঠনের কার্যক্রমঃ
সংগঠনের উদ্দেশ্যঃ
মানুষকে ভালো কাজে উৎসাহ দান করা এবং একটি সুন্দর সমাজ গড়ে তোলা এবং নানা সামাজিক ও মানবিক সেবামূলক কার্যক্রম করা।