বোম্বে ব্লাড গ্রুপ বা এইচএইচ+ ব্লাড পৃথিবীর সবচেয়ে দুষ্প্রাপ্য রক্ত।
পৃথিবীতে প্রতি ১০ লাখ লোকের মধ্যে ৪ জনের বোম্বে ব্লাড পাওয়া যায়।
রক্তের এই প্রকারটি সর্বপ্রথম ভারতের বোম্বে নগরীতে বর্তমান মুম্বাইয়ে পাওয়া যায়, ১৯৫২ সালে ডাক্তার ওয়াই জি ভেন্ডে আবিষ্কার করেন। সেজন্য রক্তের গ্রুপটি সাধারণভাবে বোম্বে গ্রুপ নামে পরিচিত। এই পর্যন্ত বাংলাদেশে ১ জন ব্যক্তির শরীরে বোম্বে গ্রুপের রক্তের সন্ধান পাওয়া গেছে।
বাংলাদেশে বর্তমানে ৩ জনের বোম্বে ব্লাড গ্রুপ আছে। এর মধ্যে একজন এর বাড়ি ঢাকা বিভাগের নরসিংদী জেলার শিবপুর থানার পুটিয়া কামারগাওঁ গ্রামে।
কোন ব্লাড ব্যাংক এই গ্রুপের রক্ত সংরক্ষণ করে না তাই জরুরী ভিত্তিতে এই রক্ত সংগ্রহ করা সম্ভব হয় না।
বাংলাদেশের নাগরিক মোহাম্মাদ নাসিম সড়ক দুর্ঘটনায় আহত হলে জানা যায় তার রক্তের গ্রুপ এইচ/এইচ। মুম্বাই বসবাসরত চার ভারতীয় নাগরিক স্বপ্না সাওয়ান্ত, কৃষ্ণানন্দ কোরি, মেহুল ভেলেকার এবং প্রবীন সিন্ধে কামরুজ্জামানের জন্য রক্ত দেন।
সোর্সঃ উইকিপিডিয়া