মানবতার কল্যানে প্রত্যয় ব্লাড ডোনার ক্লাবের পথচলা
মানবতার কল্যানে প্রত্যয় ব্লাড ডোনার ক্লাবের পথচলা
ক্যাটাগরি: সংগঠন
লিখেছেন : AS Tushar ৪ বছর ২৪ দিন ১৫ মিনিট আগে ১৪৪২

 সংগঠনের নামঃ প্রত্যয় ব্লাড ডোনার ক্লাব

প্রতিষ্ঠা কালঃ ২০১৮ এর ১০ জানুয়ারি

স্থানঃ গজারিয়া বাজার, দাগনভূঞা, ফেনী

সংগঠনের পথচলাঃ 

আমি (কিবরিয়া ভূঞা) যখন গুটিগুটি পায়ে প্রাইমারির গন্ডি পার হয়ে, মাধ্যমিকে পা রাখলাম কতই না বন্ধু, কতই না আনন্দ আর আড্ডা। হাজারো খুনসুটির মাঝে আমরা কয়েক জন রুবেল, জয়দেব, কপিল, ফয়সাল, রবিন ও আমি এবং আরো কয়েক জন বন্ধুরা সহ একটা ব্লাড সংগঠন গঠন করলাম যার নাম দিলাম, "বন্ধুর বন্ধন রক্তদাতা সংগঠন" সাল টা ছিলো ২০১৭। এভাবে আস্তে আস্তে আমাদের ব্লাড সংগঠনের কার্যক্রম প্রতিনিয়ত ভালো ভাবে সঠিক নিয়মে চলছে। সত্যি বলতে রক্তদানের পর রোগী সহ তাদের আত্মীয়দের মুখের হাসিটুকু দেখলে মন টা তখন আনন্দে মেতে উঠে। এই হাসিমুখ দেখার আগ্রহে আমাদের কার্যক্রম প্রতিনিয়ত সফলতার দিকে চলমান। এভাবে চলতে থাকে আমাদের পথচলা। বিভিন্ন সংগঠনের সাথে পরিচয়, পরামর্শ, দিকনির্দেশনা ইত্যাদি নিয়েই আমাদের এগিয়ে যাওয়া। একটা সময় লক্ষ্য করলাম সংগঠনে ভালো লোকের মুখোশ পরে অনেক খারাপ লোক এড হয়ে গেছে, যা সংগঠন কে ক্ষতিগ্রস্ত করার জন্য অন্যতম। এই নিয়ে বিভিন্ন ঝামেলা হয়েছিলো, পরবর্তীতে আমি সে খারাপ লোক গুলো কে সংগঠন থেকে বের করে দিয়ে ২০১৮ সালের ১০ই জানুয়ারি তে আমরা আবার নতুন করে প্রত্যয় নামে সংগঠন গঠনের কাজ শুরু করলাম। আরেক টা বিষয় 'বন্ধুর বন্ধন রক্তদাতা সংগঠন' টার নাম পরিবর্তন করার কারণ হচ্ছে এই নামে অন্য একটি সংগঠন আমাদের আগে অলরেডি গঠন করা ছিলো, তা জানার পরেই আমাদের সংগঠনের নাম পরিবর্তন করে দেয়া হয়, °প্রত্যয় ব্লাড ডোনার ক্লাব°। এখন আলহামদুলিল্লাহ প্রত্যয়ের ভালোবাসা যতটুকু সম্ভব আমরা সবার মাঝে ছড়িয়ে আসতেছি এবং সকলের অনুপ্রেরণায় অনেক পথ পাড়ি দিতে সক্ষম হয়েছি। নিজে রক্ত দিন এবং অন্যকে রক্তদানে উৎসাহিত করুন। কেননা আমার আপনার দেখাদেখিতে অনেকে অনুপ্রাণিত হয়ে মানবতার কাজে এগিয়ে আসবে। সামাজিক বিভিন্ন কার্যক্রমেও প্রত্যয় নিয়োজিত সদা। রক্তদানে ভয় কে জয় করে এগিয়ে আসতে হবে, সবার প্রতি অনুরোধ আমি, আপনি, আমরা, আমাদের যাদের রক্ত দেয়ার মতো অবস্থান হয়েছে সকলেই নিয়মিত রক্তদানে অভ্যাস গড়ে তুলবো। রক্তদানের পাশাপাশি প্রত্যয় সামাজিক বিভিন্ন কাজে মানবতার সেবায় সদা নিয়োজিত এবং এটি একটি অরাজনৈতিক সংগঠন। সবার ভালোবাসায় এগিয়ে যাবে প্রত্যয় এবং আপনাদের দোয়া, ভালোবাসা ও সাপোর্টে আমরা মানবতার সেবায় সর্বদা নিয়োজিত থাকার অঙ্গিকার বদ্ধ। এভাবেই মানবতার সেবায় আমার পথচলা শুরু হয়। আর আমি চাই জীবনের প্রতিটি মুহূর্তে মানবসেবায় নিয়োজিত থাকতে, সকলের ভালোবাসায়। আমাদের তিনটি স্লোগান নিম্নে দেয়া আছে-

"হাতে হাত রেখে গাইবো মোরা মানবতার জয়ধ্বনি"

"রক্তের প্রয়োজনে যেনো ঝরে না একটি প্রাণ, রক্তই হোক উত্তম দান"

"রক্ত দিলে হয় না ক্ষতি, জাগ্রত হোক মানবজাতি।

আপনার জন্য নির্বাচিত
কালোজিরা খাওয়ার নিয়ম ও এর উপকারিতা লিখেছেন : Zulfikar Bin Hossain
৪ বছর ৫ মাস ১৪ দিন ১৩ ঘন্টা ৪৯ মিনিট আগে ৮৯৭৪৪
কেন পা কামড়ায়? যা করবেন লিখেছেন : Zulfikar Bin Hossain
৪ বছর ৫ মাস ২৬ দিন ৬ ঘন্টা ৮ মিনিট আগে ৮৫৯০০
রক্ত ও রক্তের উপাদান লিখেছেন : AS Tushar
৪ বছর ১০ মাস ১২ দিন ৬ ঘন্টা ৫১ মিনিট আগে ৪৮৯৫৯