রোজা রেখে রক্ত দেওয়া যাবে কি
রোজা রেখে রক্ত দেওয়া যাবে কি
ক্যাটাগরি: রক্তদান
লিখেছেন : Ashiqul Islam Manna ২ বছর ১১ মাস ১০ দিন ৯ ঘন্টা ৫৪ মিনিট আগে ১০৭৩
রোজা রেখে রক্ত দেওয়া যাবে
মহামান্বিত পবিত্র রমজান মাস শুরু হয়েছে। এই মাসে কোরআন শরিফ নাজিল শুরু হয়েছিল হযরত মুহাম্মদ সা. এর ওপর। ইসলামে এই মাসের যে ফজিলত, তা প্রত্যেক মুসলমানকেই মহান আল্লাহর নৈকট্য লাভে সাহায্য করে। আর এই রমজানকে ঘিরে আমাদের মধ্যে আছে অনেক প্রশ্ন।

প্রশ্ন: রোজা রেখে রক্ত দেওয়া যাবে কি?
‌উত্তর: রোজা ভঙ্গের কারণ হচ্ছে স্বাভাবিক প্রবেশ পথ দিয়ে শরীরে কোনও কিছু প্রবেশ করানো। শরীর থেকে কিছু বের হলে রোজা ভঙ্গ হয় না। তাই রক্ত দিলে রোজা ভঙ্গ হবে না। কেননা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখে সিঙ্গা লাগিছেন। তা হাদিসে বর্ণিত হয়েছে। সিঙ্গার মাধ্যমে শরীরের বিষাক্ত রক্ত বের করা হয়। তাই রোজা রেখে নিজের টেস্ট/পরীক্ষার জন্য কিংবা কোনও রোগীকে দেওয়ার জন্য রক্ত দিলে, রোজার ক্ষতি হবে না। তবে রক্ত দিতে গিয়ে দুর্বল হলে রোজা ভেঙে ফেলার আশঙ্কা থাকলে। সেই অবস্থায় রক্ত দেওয়া মাকরূহ হবে।
তথ্যসূত্র: বোখারি শরিফ, হাদিস নং-১৯৩৮, মুসলিম শরিফ, হাদিস নং-১১০৬,আবু দাউদ শরিফ, হাদিস নং-২৩৭২
আপনার জন্য নির্বাচিত
কালোজিরা খাওয়ার নিয়ম ও এর উপকারিতা লিখেছেন : Zulfikar Bin Hossain
৩ বছর ৫ মাস ১৯ দিন ৫ মিনিট আগে ৮৯১৬৯
কেন পা কামড়ায়? যা করবেন লিখেছেন : Zulfikar Bin Hossain
৩ বছর ৬ মাস ২ দিন ১৬ ঘন্টা ২৪ মিনিট আগে ৮৪৮৭৪
রক্ত ও রক্তের উপাদান লিখেছেন : AS Tushar
৩ বছর ১০ মাস ১৬ দিন ১৭ ঘন্টা ৭ মিনিট আগে ৪৮২১৫