1. রক্ত দানের পর ধুমপান করবেন না।
2. রক্তদানের স্থানের ব্যান্ডেজ নূন্যতম ৫ ঘন্টা সময় রাখুন
3. রক্তদানের পরপর ই ভারী পরিশ্রম বা ব্যায়াম না।
4. রক্তদানের পরপরি সরাসরি সূর্যের আলো বা অত্যধিক গরম হলে পরিবেশ থেকে দূরে থাকুন।
5. নিজেকে শান্ত রাখুন, বিশ্রাম নিন, আবহাওয়া অত্যধিক গরম হলে গোসল করে নিন।
6. বেশি করে তরল জাতীয় খাবার গ্লুকোজ স্যালাইন সমৃদ্ধ পানি, ফলের জুস পান করুন।
7. রক্তদানের পরই লম্বা লাইনে দাঁড়িয়ে থাকবেন না, এতে মাথা ঘোরানো ঝিমানো ভাব হতে পারে।