"ভারনিক্স" নামক শব্দটির সঙ্গে আমরা কি পরিচিত?
"ভারনিক্স" নামক শব্দটির সঙ্গে আমরা কি পরিচিত?
ক্যাটাগরি: ডাক্তার পরামর্শ , নারীর স্বাস্থ্য , স্বাস্থ্য-সেবা , স্বাস্থ্য সংবাদ , হেলথ টিপস
লিখেছেন : Md. Emran Hossain ৩ বছর ৪ মাস ৮ দিন ৫ ঘন্টা ২ মিনিট আগে ১৩৬২

ভারনিক্স কি?

সন্তান জন্মের পর শিশুর জন্য কোমল এবং উষ্ণ আরামদায়ক জায়গার ব্যবস্থা করা। শিশু জন্মের পর তার শরীরের চামড়ায় ভারনিক্স (Vernix) নামের এক ধরণের তেল জাতীয় পদার্থ থাকে। এই পদার্থ অনেকটা বাচ্চাদের শরীরলে অ্যান্টিবডির (Antibody) মত কাজ করে।


বাচ্চা জন্ম নেওয়ার পরে প্রায় সকল বাচ্চার শরীরে যে সাদা ময়লার মত পদার্থ দেখা যায় সেটাকে "ভারনিক্স "বলে।  "ভারনিক্স " নামের পদার্থটি প্রায় সকল বাচ্চার শরীরেই  দেখা যায়। কোন কোন বাচ্চা শরীরে এত ভারনিক্স নিয়ে জন্মগ্রহণ করে আবার কোন কোন বাচ্চা একেবারে পরিষ্কার থাকে। বিশেষ করে মায়েরা এই "ভারনিক্স" টা সম্পর্কে অনেকে অবগত নয়, বাচ্চাকে মুছে যখন অভিভাবকদের কাছে দেওয়া হয় তখন শরীরে "ভারনিক্স" থাকলে তারা ভাবেন বাচ্চাকে ক্লিয়ারলি ক্লিন করা হয়নি বা নিজেরাই মুছতে বসে যান। কিন্তুু এ "ভারনিক্স" টা কোন ভাবে ৬ ঘন্টা পযন্ত মুছা উচিৎ না মনে করেন বিশেষজ্ঞরা।


সৃষ্টির সবকিছুর পিছনেই গভীর রহস্য লুকায়িত আছে, তাঁর অসীম জ্ঞান বুঝার ক্ষমতা আমাদের কারোরি নেই!


সদ্যজাত শিশুর শরীরে "ভারনিক্স" নামের এক ধরণের তেল জাতীয় পদার্থ থাকে যা মায়ের গর্ভে থাকাকালীন তরল পদার্থ থেকে শিশুর ত্বককে রক্ষা করে। এটি অ্যান্টিবডির মত শিশুর রোগ প্রতিরোধে সাহায্য করে।


জন্মের পর পরই শিশুকে পরিষ্কার বা মোছার সময় খেয়াল রাখতে হবে যেন ভারনিক্স ওঠে না যায়। (WHO) এর মতে শিশুর শরীরে "ভারনিক্স" কমপক্ষে ৬ ঘন্টা রাখা এবং সবচেয়ে ভালো হয় ২৪ ঘন্টা রাখলে।

সকল মা কে এ বিষয় জানা উচিৎ। এবং সন্তানের সঠিক যত্নে সহনশীল হওয়া। 

আপনার জন্য নির্বাচিত
কালোজিরা খাওয়ার নিয়ম ও এর উপকারিতা লিখেছেন : Zulfikar Bin Hossain
৪ বছর ৫ মাস ১৪ দিন ১৩ ঘন্টা ১৩ মিনিট আগে ৮৯৭৪৩
কেন পা কামড়ায়? যা করবেন লিখেছেন : Zulfikar Bin Hossain
৪ বছর ৫ মাস ২৬ দিন ৫ ঘন্টা ৩২ মিনিট আগে ৮৫৯০০
রক্ত ও রক্তের উপাদান লিখেছেন : AS Tushar
৪ বছর ১০ মাস ১২ দিন ৬ ঘন্টা ১৬ মিনিট আগে ৪৮৯৫৯