নাক দিয়ে রক্ত পড়ার কারণ ও এর চিকিৎসা সমূহঃ
কোনো প্রকার শারীরিক সমস্যা বা আঘাত লাগা ছাড়াই যদি কারো নাক দিয়ে রক্ত পড়ে তাহলে তিনি দুশ্চিতায় পড়ে যান। ভাবেন তার কোনো কঠিন রোগ হয়েছে কিনা। আবার অনেকেই এই ধরনের সমস্যাকে একেবারেই গুরুত্বের সাথে দেখেন না। কিন্তু আপনি কি জানেন নাক দিয়ে রক্ত পড়া সমস্যা আসলে নিজে কোনো রোগ নয় বরং এটি অন্য কোনো রোগের লক্ষণ?
কি কারণে নাক দিয়ে রক্ত পড়ে সে সম্পর্কে আমাদের সকলের সচেতন হতে হবে। তাহলে এই সমস্যা বিষয়ক নানান ভ্রান্ত ধারনা আমাদের মনে বাসা বাঁধবে না।
আসুন জেনে নেওয়া যাক নাক দিয়ে রক্ত পড়ার কারণ সমূহ।
নাক দিয়ে রক্ত পড়া সমস্যা তাৎক্ষণিকভাবে প্রতিকারের জন্য কিছু কার্যকরী ব্যবস্থা গ্রহন করা যেতে পারে।
কিছু ঘরোয়া পদ্ধতি অনুসরন করেও নাক দিয়ে রক্ত পড়া সমস্যাটি প্রতিকারে করা সম্ভব।
পেঁয়াজঃ নাক দিয়ে রক্ত পড়া বন্ধে পেয়াজ খুব কার্যকরী ভূমিকা পালন করে। এই সমস্যাটি প্রতিকারে একটি পেঁয়াজ মোটা করে স্লাইস করে নিন। এক টুকরো পেঁয়াজ নিয়ে নাকের নিচে চেপে দিয়ে এর গন্ধ নিন। রক্ত পড়া খুব দ্রুত বন্ধ হয়ে যাবে।
অ্যাপেল সাইডার ভিনেগারঃ এক টুকরো তুলোয় অ্যাপেল সাইডার ভিনেগার লাগিয়ে নিয়ে নাকের নিচে দিয়ে এর গন্ধ নিন ও ১০ মিনিট রাখুন। এই পদ্ধতি অনুসরন করলে বেশ উপকার পাওয়া যাবে।
তুলসী পাতাঃ নাক দিয়ে রক্ত পড়া সমস্যা প্রতিরোধে তুলসী পাতা ধুয়ে সরাসরি চিবিয়ে খেতে পারেন। এর ফলে দেহ ঠান্ডা হবে এবং রক্ত প্রবাহ বন্ধ হবে।
নাক দিয়ে রক্ত পড়া সমস্যা প্রতিকারে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে।
তাই নাক থেকে রক্ত পড়া সমস্যা প্রতিকারে এর কারণ সমূহ সম্পর্কে সচেতন হতে হবে। আসুন এই সমস্যায় ভীত সন্ত্রস্ত না হয়ে প্রাথমিক চিকিৎসা গ্রহনের পর চিকিৎসকের শরণাপন্ন হই।